২০ ফেব্রুয়ারী, ২০২০

ইন্টারনেট থেকে টাকা আয় করবে নাকি অযথায় সময় নষ্ট করবে?

আল্লাহর দুনিয়ায় আসার প্রধান কারণেই হল তার ইবাদত করা। (যারিয়াত : আয়াত ৫৬) কিন্তু ইবাদত করার জন্য কিছু খাবার দাবাড়ের প্রয়োজন । আল্লাহ ইচ্ছা করলে মানুষকে এমনভাবে বানাতে পারতেন তারা না খায়েও থাকতে পারতো। কিন্তু এটাতেও রয়রছে আল্লাহর বিরাট পরীক্ষা। এভাবে তিনি আমাদের কাজ দেখেন। (মূলক আয়াত ২) এর জন্য কত কিছু হয়েছে, লেখাপড়া থেকে শুরু করে চাকরি বাকরি সব। তাই টাকা কামানো দোষের কিছু নয়। বরং ইবাদত। কিন্তু দোষ হবে তখনেই যখন আল্লাহর কথার বাইরে চলে যাবেন। , আমরা সারাদিন ফেসবুকে ঘোরলে কি লাভ হয়। এত সময় নষ্ট করে আপনি কি পান? শুধু নিজের ছবি আপলোড দিয়া কি মজা পান? আপনি কি জানেন এভাবে আপনি ধ্বংস হচ্ছেন, এ আত্মকেন্দ্রিকতা মানুষকে তার পারিপার্শ্বিক জগৎ থেকে আলাদা করে দেয়। প্রত্যেক মানুষের চিন্তা-চেতনায় তীব্রভাবে ফুটে ওঠে শুধু ব্যক্তি ‘আমি’র প্রতি আকাঙ্ক্ষা। এ আকাঙ্ক্ষার জগতে সামগ্রিক বা সামষ্টিকতার যেন ঠাঁই নেই। ফলে একত্র হয়ে কাজ করার মানসিকতাও নষ্ট হতে থাকে আত্মমগ্নতা আর আত্মপ্রচারণা সেই নার্সিসিজমের নূতন সংস্করণ। আত্মমগ্নতায় আচ্ছন্ন নার্সিসাসের প্রতীকী মৃত্যুর মতো মৃত্যু হবে মানবতার; ধ্বংস হবে সভ্যতা। , , এভাবে আজেবাজে সময় নষ্ট না করে সবার সময় কাজে লাগান। blogger.com এ ঢুকে ব্লগ বানান। এখানে কিন্তু লিখে আয় করা যায়। আয় করাটাই যেন মুখ্য উদ্যেশ্য না হয়। এমন লিখা লিখবেন যাতে আপনি মরে গেলেও আপনার এই লেখা পড়ে মানুষ লাভবান হয়। এখানে আয় করার জন্য আপনাকে এডসেন্স একাউন্ট যোগ করতে হবে। ব্লগের অ্যাড ভারটাইজমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, আর কন্টেন্ট আর মনিটাইজেশন ঠিকঠাক মতো থাকলে ব্লগসাইট থেকে একজন ব্লগার ভালো আয় করতে পারে। ব্লগ সাইট থেকে কিভাবে আয় করা যায় সেই ব্যাপারে গুগলে একটু জিজ্ঞাসা করে নিন। আর কিছুই না বুঝলে আমাকে একটা মেসেজ দিন। একটু হলেও বুঝাঁয়ে দিব। অনেক ব্লগিং সাইট আছে......। , তাছাড়া আপনি জানেন কি? ইউটিউবে মানুষ কত লাখ লাখ টাকা আয় করতেছে। আপনি কি পারেন না আজেবাজে সময় নষ্ট না করে একটা ইউটিউব চ্যানেল খোলতে। যে চ্যানেলে আপনার দুনিয়াতেও টাকা আসবে আখিরাতেও সওয়াব হবে। এমন মানসম্মত চ্যানেল চাইলেই খোলতে পারেন। নিজের ইউটিউব চ্যানেল বানিয়ে তাতে ভিডিও আপলোড করে আপ্নে টাকা ইনকাম করতে পারবেন। আর, কেবল এক দুই টাকা নয়। লোকেরা ইউটুবে হাজার এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। আসলে, YouTube এর এমন একটা প্রক্রিয়া আছে জাকে “Monetization” বলা হয়। আর, এই monetization প্রক্রিয়াটা চালু করার পর আপ্নে নিজের আপলোড করা ভিডিও থেকে আয় করতে পারবেন। আসলে, monetization প্রক্রিয়া চালু করার পর, আপনার আপলোড করা video তে YouTube এবং Google Adsense এর তরফ থেকে কিছু বিজ্ঞাপন (advertisement) দেখানো হয়। এই বিজ্ঞাপন ভিডিও শুরু হবার আগে দেখানো হয়। তাছাড়া, আজকাল ভিডিওর মাঝে মাঝেও বিজ্ঞাপন দেখানো হয়। আর, যত বার লোকেরা আপনার video দেখবে তাতে যতবার বিজ্ঞাপন দেখানো হবে ওই হিসাবে আপনার Google adsense account এ টাকা জমা হতে থাকবে। Google adsense গুগল এবং YouTube এর একটি ভাগ। গুগল এডসেন্স ব্লগার এবং ইউটিউবার দেড় নিজের ব্লগ বা YouTube video তে বিজ্ঞাপন লাগিয়ে টাকা আয় করার সুযোগ দেয়। গুগল এডসেন্স এর দ্বারা লোকেরা এতটা টাকা আয় করছেন যে আপনি ভাবতে ও পারবেননা। আপ্নি ইউটুবে monetization চালু কোরে নিজের এডসেন্স একাউন্ট সেখানথেকে বানিয়ে নিতে পারবেন। । , তাছাড়াও ইন্তারনেটে অসংখ্য মার্কেট প্লেস আছে। আপনার সময় হলে একটু ঘুরে দেখে আসুন, FIVERR এখানে ঢুকে দেখুন মানুষ কিভাবে gig বানিয়ে রেখেছে। আপনার কাজ জানা লাগবে না আগে ঢুকে দেখে আসুন পরে কাজ শিখে আবার ঢুকবেন। এখানে অনেক কাজ পাওয়া যায় যা জানার দরকার হয় না। এরকম অনেক সাইট আছে গুগলে সার্চ দিলেই পাবেন। Upwork PeoplePerHour Freelancer.com LinkedIn Guru iWriter 99Designs । কি ভাই এখনো কি ফেসবুকে শুধু আজেবাজে সময় নষ্ট করবেন? ‘মানুষের মধ্যে এক শ্রেণির মানুষ এমন আছে, যারা খেলাধুলা-কৌতুকাবহ কথা ক্রয় করে মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার জন্য। আর এটা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে অবনামনাকর শাস্তি।’(সূরা: লোকমানের, আয়াত: ৬) আলোচ্য আয়াতটি খেলাধুলা ও অনর্থক কাজের নিন্দায় সুস্পষ্ট ও প্রকাশ্য। (রুহুল মাআনি: ৫৬৪৪) । আরেকটি কথা শেষে বলে দিচ্ছি যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল তারাই ক্ষতিগ্রস্ত ([৬৩] মুনাফিকুন : ৯) তাই আপনি আল্লাহকে মনে মনে সবসময় স্মরণ করবেন। না হলে আপনি ক্ষতিগ্রস্থ যদিও আপনার সারা পৃথিবীও থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন