১৯ ফেব্রুয়ারী, ২০২০

প্রবাসীদের টাকা নিয়া কেন ঝামেলা, পরিণামে আত্মহত্যা । ইসলামে এ বিষয়ে কিছু কথা

ভাই দেখুন আমরা কিভাবে পথ হারাচ্ছি । আমরা প্রবাসে থেকে কত কষ্ট করে টাকা আয় করি। কেউ কম পায় কেউ বা বেশি পায় , এসবেই আল্লাহর নিয়ামত। যারা অন্তর থেকে কৃতজ্ঞ থাকে তারাই উত্তম। কিন্তু কথা হচ্ছে এই তাকার জন্য বাড়ি থেকে কত কিছু শোনা যায়। আবার কোন কোন প্রবাসি ত আত্মহত্যাও করে ফেলে টাকার হিসাব চায় বলে। শোনুন, ভাই, আপনি আপনার টাকা পয়সার হিসাব আপনার মা বাবাকে কেন দিবেন। এই হিসাব তো নিবেন আল্লাহ। , যেসব মা বাবা ইসলাম সম্পর্কে ভাল জানে তারা কখনো আপনার টাকার হিসাব নিবে না। আপনি নিজেই আপনার জীবনের পথ চালাবেন কোরান দিয়া । এখানে কাউকেই ঢোকতে দিবেন না, তবে কন বিষয়ে সিদ্দান্ত চূড়ান্ত করার আগে একটু পরামর্শ করে নিবেন অন্যদের সাথে। কেননা আল্লাহ যখন মানুষ সৃষ্টি করতে চেয়েছিলেন তখন কিন্তু ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন।(দেখুন কোরানের 2:30) মা বাবাকে টাকার হিসাব দিবেন না। তবে আপনার টাকা কোথায় ব্যয় করবেন তা আল্লাহই বলে দিয়েছেন। পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন (এতীম), অভাবগ্রস্ত (মিসকীন) এবং (দুর্দশাগ্রস্ত) মুসাফিরদের জন্য(দেখুন কোরানের 2:215) এখানে আল্লাহ পিতা মাতাকে বাদ দেয়নি। তাহলে কি আরো নতুন করে তাদের জন্য কিছু বের করতে চান। তাছাড়া তাদের এত উঁচুতে আল্লাহ জায়গা দিইয়েছেন পবিত্র কোরআনের অন্ততঃ পনের জায়গায় পিতা-মাতার প্রতি সন্তানের কর্তব্যের কথা বলা হয়েছে। সুরা লোকমানের ১৪ নম্বর আয়াতে বলা হয়েছে, "আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি কেননা তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আমি আরো নির্দেশ দিয়েছি আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই কাছে ফিরে আসতে হবে। অন্যদিকে সূরা বনি ইসরাইলের ২৩ ও ২৪ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ' শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিওনা। তাদের সাথে শিষ্টাচারপূর্ণভাবে কথা বলো।' অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা দিতে গিয়ে বলেছেন, জান্নাত মায়ের পদতলে। পিতার মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার সন্তুষ্টির ওপর আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টির ওপর আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে। পিতামাতার সাথে অসৎ আচরণের পরিণাম সম্পর্কে তিনি বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ কী তা কি আমি তোমাদের জানাব ? তা হচ্ছে- আল্লাহর সঙ্গে শিরক করা ও পিতা-মাতার সঙ্গে অসদাচরণ। , যা ইসলামে নাই তা পালন করে শুধু শুধু টেনশনে নিজের প্রাণ শেষ করবেন না ভাই প্লিজ। মা বাবার সাথে সবসময় ভাল ভাবে কথা বলবেন। যখনেই দেখতেছেন তাদের সাথে আপনি জোরে জরে বা ধমক দিয়া কথা বলতেছেন তখন ফোন কেটে দেন। পরে মন নরম করে তাদের সাথে ভাল কথা বলুন। কিছু বেশি টাকা দিয়েও এমনকি বেতনের পুরো টাকা দিয়েও । কিন্তু কিছুতেই হিসাব দিবেন না। আপনি কি লক্ষ করেছেন সৌদি আরবের পিতারা তাদের সন্তানদের টাকার চাপ দেয় না। যা পায় তাতেই তারা খুশি। এর কারণ হল এরা ইসলাম জানে। তাই টাকার হিসাব না দিলে যদি উনারা গোসা হয় তবুও দিবেন না। কেননা এই ছোট কারণটিই পরে ............... ইসলামের পথে ড্রাইব করলে এক্সিডেন্ট হয় না।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন