ইফতারির সময় সুন্নতি কাজগুলো
ইফতারের সময়
একটি দিনের সুন্নত দেয়া হল প্রতিদিন এভাবেই আমল করবেন।
ইফতারের সুন্নত
ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা মুসনাদে আহমাদ,: ৯৭৪২
অন্যজনকেও সাথে নিয়ে ইফতার করা তিরমিজি : ৮০৭
ইফতারের আগে দোয়া করা মুসনাদে আহমাদ,: ৯৭৪২
শিগ্র শিগ্র ইফতার করা সহীহ বুখারি ১৯৫
ইফতারের সময় আনন্দিত হওয়া বুখারি : ১৯০৪
‘আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিজকিকা আফতারতু" বলা (আবু দাউদ : ২৩৫৮)
খেজুর দিয়ে ইফতার করা তিরমিজি : ৬৯৪
তাজা খেজুর না পেলে শুকনা খেজুর তিরমিজি : ৬৯২
খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করা তিরমিজি : ৬৯৪
ইফতারের পর নামাজও শীঘ্র শীঘ্র পড়া আবু দাউদ ২৩৫৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন