০৭ এপ্রিল, ২০২০

সব দুনিয়াকে থমকে গেছে, তাই আপনিও একটু আমার পোস্টের সামনে থামুন

আমাদের দেশে কত মানুষ আছে। কত স্বপ্ন কত আশা।
কিন্তু আমরা যদি আল্লাহর জিকিরে সব সময় মগ্ন না থাকি আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হবে,
জেনে রাখুন মরণ একদিন হবেই, এটা মনে করবেন না যে করুনা চলে গেলেই আপদ শেষ।
আমাদের সবাইকেই মরতে হবে আল্লাহর কসম মরতে হবে, আর জেনে রাখুন আখিরাত ১০০% সত্য।
কয়দিন হবে সেই আখিরাত?

একদিন?
৫০-৬০বছর?
না শত শত লাখ জনম।
শেষ নেই সেই দুনিয়ার। 

কি ছিল এই দুনিয়ায় তোমার? মরে গেলে কি থাকবে?
সব সম্পত্তি ভাগ করে নিয়ে যাবে তোমার পরিজন।

কিচ্ছু নেই এই দুনিয়া মিছা মিছা।। আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার পিছনে দৌড়াইও না , প্লিজ ভাই।




চিন্তা করে দেখ তোমার দাদার দাদাকে কি তুমি চিনো?
না চিনো না , যদিও চিনো এর আগের পুরুষগণকে ত নিশ্চয় চিন না।
আচ্ছা এখন যদি এদের কেউ এসে বলে আমি এই জমির মালিক ছিলাম ? কি হবে তোমার অবস্থা।
যেখানে তুমি ১ কাটা জমির জন্য মানুষ মারতেও ভয় পাও না।
আসলেই কিন্তু সে  ঐ জায়গার মালিক ছিল ।
তোমার বেলাও সেই একই ঘটনা ঘটবে।
কি দরকার এই দুনিয়ার পিছনে হন্নে হয়ে ছুটার।
কার জন্য ছোটে চল এই এত পেরেশান নিয়া,

বন্ধুদের সামনে বড় দলান বানানর জন্য?
বাদ দাও এসব বন্ধু বান্ধব। কোন লাভ নাই এদের ছাড়া তুমি খুব ভাল চলবে, আল্লাহও খুশি হবে মনেও শান্তি আসবে।
তাদের জন্য তোমাকে ফেসবুকে স্টাইলি ছবি আপলোড দিতে হয়।
ভাল ভাল দামি কাপর পরতে হয়।
এসব অনেক অনেক ঝামেলা থাকে বাঝে বন্ধুদের পাশে থাকলে।

ভাল নেক বন্ধু পাইলে তার সাথে চল, না হলে বাদ দাও ভাই।
তোমার চেয়ে শান্তিতে আর কেউ থাকবে না ভাই, আমি কথা দিলাম।
এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি,

এত কষ্ট করে এদেরকে বাদ দেয়ার পর এরকম বন্ধু আর বানাইও না।
এজন্য তোমাকে অনেক কষ্ট করতে হবে মাত্র কয়েকদিন।



এই মিছে দুনিয়ার পিহনে হন্নে হয়ে ছোটচো কেন?
একটা ভাল উন্নত পরিবারের মেয়ে বিয়ে করার জন্য একটা দালান বানানোর জন্য?

বাদ দাও, এই ভাল উন্নত পরিবারের মেয়ে ।
এইরকম মেয়ে সারাজোবনেও শান্তি আসবে না।



মত কথা কোরানের প্রতিটি কথা তমার জীবনে বস্তবায়ন করে দেখো।
আল্লাহর কসম জীবনে শান্তি পাবে এটা আমার অভিজ্ঞতা থেকে,
তাহলে আজ থেকেই শুরু করা যাক কোরান অনুসারে জীবন পরিচালনা। যা আয়াত শোনবেন তা পালন করবেন আজ থেকেই এই চাকরিতে লেগে যান্‌
প্লিজ প্লিজ।
দেখবেন প্রশান্তি আর প্রশান্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন